কর্মকান্ডের নাম |
বিবরণ |
ইমপ্যাক্ট প্রকল্প (বায়ো গ্যাস প্লান্ট স্থাপন) |
ইমপ্যাক্ট প্রকল্পের মাধ্যমে গাবদিপশু ও হাঁস-মুরগী পালনকারীদের গরুর গোবর ও মুরগীর বিষ্টা ব্যবহারের মাধ্যমে গ্রাম পর্যায়ে বায়োগ্যাস উৎপাদন করে জ্বালানী চাহিদা পূরণকরা হয়। এ প্রকল্পের আওতায় বায়ো গ্যাস করার জন্য বায়ো গ্যাস প্লান্টের সাইজ অনুসাবে ২০,০০০/- টাকা হতে ১,০০,০০০/- টাকা পর্যমত্ম ঋণ প্রদান করা হয় এবং সকল বায়ো গ্যাস প্লান্ট স্থাপনকারীদের ৫,০০০/-টাকা সাবসিডি (ভর্তুকি) দেয়া হয়। সার্ভিস চার্জ ক্রম হ্রাস মান ১০%। প্রকল্পের মেয়াদ ২ বৎসর। গ্রেস পিরিয়ড ৩ মাস। নিম্নতম ৩টি গরু ও ৫০০টি লেয়ার মুরগী পালনকারী গ্রাম পর্যায়ে যে কোন পরিবার এ প্রকল্প গ্রহন করতে পারেন।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস