ক্রমিক নং |
সেবার নাম |
বর্ণনা |
০১ |
প্রশিক্ষণ |
অত্র কার্যালয়ে দুই ধরনের প্রশিক্ষণ কর্মসূচী চালু আছে। ১) প্রাতিষ্ঠানিক এবং ২) অপ্রাতিষ্ঠানিক
১) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় আবাসিক ও অনাবাসিক এ দুই ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেডসমূহে প্রশিক্ষণের মেয়াদ ০১মাস হতে ০৬ মাস। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের জন্য অত্র কার্যালয়ে আবেদন করতে হয়। অত্র কার্যালয় প্রশিক্ষনার্থী নির্বাচন করে শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
২) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচী উপজেলা কার্যালয়ের মাধ্যমে স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ট্রেডে প্রত্যান্ত অঞ্চলে প্রদান করা হয়। অপ্রাতিষ্ঠানিক ট্রেডের মেয়াদ ০৭ দিন থেকে ২১ দিন। (প্রশিক্ষণ ট্রেডের নাম সমুহ প্রশিক্ষণের তালিকায় দেখুন) |
০২ |
যুব ঋন কর্মসুচী |
যুব ঋণ কর্মসুচি দুই ধরণেরঃ ক) আত্মকর্মসংস্থাণ ঋণ কর্মসুচি (একক ঋণ কর্মসূচি এবং খ) পরিবারভিত্তিক ঋণ কর্মসুচি (গ্রম্নপ ভিত্তিক ঋণ কর্মসুচি) ।
ক) আত্মকর্মসংস্থান ঋণ কর্মসুচি (একক ঋণ কর্মসূচি)ঃ এ কর্মসূচীর আওতায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোর্সে প্রশিক্ষক্ষত যুবদের আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প সৃজনের জন্য একক ঋণ প্রদান করা হয়। প্রশিক্ষন ও প্রকল্প ভেদে সর্বনিমণ ঋণপ্রত্যাশিকে ৩০,০০০/- টাকা হতে শুরম্ন করে সর্বোচ্চ ১,০০,০০০/- টাকা পর্যমত্ম ঋন প্রদান করা হয়।
খ) পরিবারভিত্তিক ঋণ কর্মসুচি (গ্রম্নপভিত্তিক ঋণ কর্মসূচি)ঃ এ কর্মসূচির আওতায় তৃনমূল পর্যায়ের হতদরিদ্র বেকার যুবদের পারিবারিক গ্রম্নপে সংগঠিত করে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করে ঋণ প্রদান করা হয়। গ্রম্নপের সদস্য সংখ্যা ০৫ জন এবং ০৭ থেকে ১০ টি গ্রপ নিয়ে একটি কেন্দ্র ঘঠিত হয়। গ্রপের প্রত্যেক সদস্যকে প্রাথমিক পর্যায়ে ১২,০০০/-টাকা এবং পর্যায়ক্রমে ১৬,০০০/- টাকা এবং ২০,০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। |
০৩ |
আত্মকর্মসংস্থান সৃজন কর্মসূচি |
প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহনের মাধ্যমে আতম নির্ভরশীল হওয়ার জন্য প্রশিক্ষক্ষত যুবদের উদ্বুদ্ধ করা হয় এবং প্রকল্প গ্রহণ ও পরিচালনার জন্য অধিদপ্তরের ঋণ সুবিধার পাশাপাশি কর্মসংস্থান ব্যাংক এবং জনতা ব্যাংক হতে পুজিঁ প্রাপ্তিতে সহায়তা করা হয়। সাধারণভাবে আত্মকর্মসংস্থানে নিয়োজিত যুবদের মাসিক আয় ৪৫০০/- টাকা থেকে ৫০,০০০/- টাকা পর্যমত্ম।তবে কোন কোন সফল আত্মকর্মী যুব মাসে লক্ষাধিক টাকা আয় করে থাকেন। |
০৪ |
সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচী |
এ কর্মসূচীর আওতায় প্রশিক্ষণের পাশাপাশি যুব সংগঠকদের মাধ্যমে বেকার যুবদের এইচআইভি/এইডস/এসটিডি প্রতিরোধ,প্রজনন স্বাস্থ,মাদক দ্রব্যের অপব্যবহার রোধ,সামাজিক রীতি-নীতি,মূল্যবোধ,জেন্ডার ও উন্নয়ন,যৌতুক, ইভটিজিং, সুশাসন,দুর্যোগ ব্যবস্থাপনা,পরিবেশ সংরক্ষণ,সিভিক এডুকেশন,ক্ষমতায়ন,জনসংখ্যা নিয়ন্ত্রন,পরিবার কল্যাণ ইত্যাদি বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধি করা হয়। |
০৫ |
যুব সংগঠন তালিকাভূক্তি/রেজিষ্ট্রেশন |
যে সমস্ত সেচ্ছাসেবী সংগঠন যুব কার্যক্রম পরিচালনা করে থাকে তাদের কার্যক্রমকে অধিকতর অর্থবহ ও দায়িত্বশীল করার লক্ষ্যে যুব সংগঠনকে তালিকাভূক্তি/রেজিষ্ট্রিশন দেয়ার সুযোগ রয়েছে। যুব কার্যক্রমের সাথে সংশিস্নষ্ট সংগঠন কেবল নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে। |
০৬ |
যুব সংগঠন অনুদান |
যে সমসত্ম সেচ্ছাসেবী সংগঠন যুব কার্যক্রম পরিচালনা করে থাকে তাদেরকে এ কাজে উৎসাহ প্রদানের লক্ষক্ষ্য
ক) যুব কল্যাণ তহবিল হতে ১০,০০০/- টাকা থেকে ২৫,০০০/টাকা পর্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
খ) অনুন্নয়ন খাত হতে যুব সংগঠনভিত্তিক আর্থিক অনুদান প্রদান করা হয়। |
০৭ |
জাতীয় যুব পুরস্কার প্রদান |
প্রতি বছর ১ নভেম্বর তারিখে জাতীয় যুব দিবস পালিত হয়ে থাকে। যে সকল প্রশিক্ষিত যুবক ও যুবমহিলা আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প স্থাপনে এবং যে সকল যুব সংগঠক সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডে দৃষ্টান্তমূলক অবদান রাখতে সক্ষম হয় তাদের মধ্য হতে বাছাই করে প্রতিবছর যুব দিবসে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়ে থাকে। |
০৮ |
বিভিন্ন দিবস উদযাপন |
১ নভেম্বর জাতীয় যুব দিবস সহ অন্যান্য জাতীয় দিবস উদযাপন করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস